ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্রমিক অসন্তোষে শিল্প খাত

প্রায় ৫ হাজার কোটি টাকার ক্ষতি এমসিসিআই

প্রায় ৫ হাজার কোটি টাকার ক্ষতি এমসিসিআই

দেশে চলমান শ্রমিক অসন্তোষের কারণে তিন সপ্তাহে কারখানাগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। গতকাল রোববার রাজধানীর গুলশানে এমসিসিআই কার্যালয়ে গত আগস্ট মাসের পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএআই) প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান সংগঠনটির মহাসচিব ও প্রধান নির্বাহী (সিইও) ফারুক আহমেদ। এ সময় এমসিসিআইয়ের পরিচালক তারেক মো. আলী এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক হাসনাত আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এমসিসিআই সিইও ফারুক আহমেদ বলেন, ‘নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার কিছুদিন পর থেকেই দেশের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকরা আন্দোলন শুরু করেন। আমরা জানতে পেরেছি, সারা দেশে প্রায় শতাধিক কারখানায় হামলা হয়েছে; দুই শতাধিক কারখানা বন্ধ রাখতে হয়েছে। এতে সব মিলিয়ে শিল্প খাতে ৫ হাজার টাকার কোটি টাকার মতো ক্ষতি হয়ে থাকতে পারে।’

ফারুক আহমেদ আরো বলেন, ‘আর্থিক ক্ষতির এ হিসাবটি কোনো সুনির্দিষ্ট জরিপের মাধ্যমে করা হয়নি বরং শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে অনুমান করা হয়েছে।প্রকৃত আর্থিক ক্ষতির পরিমাণের বেশিও হতে পারে।’ দেশের অর্থনীতি এখনো সংকোচনমূলক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে এমসিসিআই। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, শিল্প খাতে বর্তমানে অস্থিরতা চলছে। দ্রুততম সময়ে এটি কমানো না গেলে সহসাই অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে না। এ জন্য শ্রমিক, মালিক, অন্তর্বর্তী সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাইকে একযোগে কাজ করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত