কার্যকর উদ্যোগের প্রতিশ্রুতি

পরিবেশবান্ধব সোনালি ব্যাগের ব্যবহার

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, পাট থেকে তৈরি পরিবেশবান্ধব সোনালি ব্যাগের ব্যবহার বাড়াতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। এই উদ্যোগকে সামনে রেখে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গেও সমন্বয় করা হবে। গত রোববার সচিবালয়ে ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি) এবং বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাতের সময় শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের চেয়ারম্যান মো. রেজাউল করিম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে শিপার্স কাউন্সিলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার অনুরোধ জানান। তিনি বলেন, দেশের রপ্তানি বাণিজ্য ও বন্দর কার্যক্রমে শিপার্স কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ড. এম সাখাওয়াত হোসেন শিপার্স কাউন্সিলের গুরুত্বের কথা স্বীকার করে এবং সংশ্লিষ্ট সচিবকে বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দেন। এ সময় রেজাউল করিম পাট থেকে তৈরি সোনালি ব্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং এর পরিবেশবান্ধব গুণাগুণকে দেশের জন্য অত্যন্ত মূল্যবান হিসেবে উল্লেখ করেন। উপদেষ্টা সাখাওয়াত হোসেন আশ্বাস দেন যে, সোনালি ব্যাগের ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। এ ছাড়াও, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে পরিবেশবান্ধব এই ব্যাগের ব্যবহার বাড়াতে কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হবে। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক, অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী, শিপার্স কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহসান, ভাইস চেয়ারম্যান গণেশ চন্দ্র সাহা এবং শিপার্স কাউন্সিলের অন্যান্য সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) প্রতিনিধিদল। সাক্ষাতে বিএসটিএমপিআইএ সভাপতি হামিদুল হক খোকন টেক্সটাইল খাতের আধুনিকায়নে বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি টেক্সটাইল শিল্পের বিকাশের জন্য তহবিল গঠনের নীতিমালা প্রণয়ন এবং ব্যাংক সুদের হার কমানোর জন্য সুপারিশ করেন। উপদেষ্টা সাখাওয়াত হোসেন এ বিষয়ে কাজ করার আশ্বাস দেন এবং টেক্সটাইল খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব সুব্রত শিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সাক্ষাৎ ও আলোচনা পাট শিল্প এবং টেক্সটাইল খাতের উন্নয়ন ও বিকাশে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।