ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ : কমছে উৎপাদন

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ : কমছে উৎপাদন

টানা শ্রমিক অসন্তোষের পর নানা উদ্যোগে শান্তি ফিরছে আশুলিয়া শিল্পাঞ্চলে। পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি বাড়লেও এখনো বন্ধ রয়েছে ৩৬টি কারখানা এবং ১৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকালে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম জানান, মদিনা অ্যাপারেলসসহ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, কিছু কারখানায় শ্রমিকরা আসলেও কাজে যোগ দেননি। এদিকে, নিরাপত্তার কারণে বা অভ্যন্তরীণ সমস্যার জন্য সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৩টি কারখানায় সাধারণ ছুটি দেয়া হয়েছে। এছাড়া, ৩৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। গত শুক্রবার বিকালে জামগড়া এলাকায় শ্রমিক ও জনতার সমাবেশে বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কারখানা চালুর গুরুত্ব তুলে ধরেন। তিনি শ্রমিকদেরকে শিল্প রক্ষার দায়িত্ব নিতে আহ্বান জানান।

বিজিএমইএর জ্যেষ্ঠ সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব জানান, গতকাল শনিবার থেকে কারখানা খোলার সিদ্ধান্ত হয়েছে এবং যৌথ বাহিনীর অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবে বিশৃঙ্খলাকারীদের তাৎক্ষণিক শাস্তি দেয়ার জন্য। গতকাল শনিবার সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন এবং কারখানায় উৎপাদন শুরু হয়েছে। গত কয়েকদিনের তুলনায় শ্রমিকদের উপস্থিতির হারও বেড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত