করদাতাদের স্বস্তি নিশ্চিত করবে এনবিআর
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে আর জোর-জুলুম করা হবে না, বরং করদাতাদের স্বস্তি ও সেবার মান বাড়ানো হবে। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘অর্থ আইন, ২০২৪ : প্রত্যক্ষ করের ক্ষেত্রে পরিবর্তন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কর আদায়ে নমনীয়তা ও ডিজিটালাইজেশনের আহ্বান : এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কোনোভাবেই জোর করে কর আদায় করা হবে না। করদাতাদের প্রতি সহনশীল আচরণ এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’ তিনি সবাইকে অনলাইনে কর রিটার্ন দাখিলের আহ্বান জানিয়ে বলেন, ‘করদাতারা যাতে হয়রানির শিকার না হন, সেজন্য এনবিআরের আইনগুলোকে আরো ব্যবসাবান্ধব করা হবে।’ রাজস্ব আদায়ে কার্যকারিতা বৃদ্ধির তাগিদ : চেয়ারম্যান আরো উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক চাহিদা মেটাতে রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা জরুরি। ‘জনগণের কাঁধে ঋণের বোঝা বাড়ছে, অথচ এনবিআর কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারছে না। বলেন তিনি, এই অবস্থান থেকে আমাদের বের হতে হবে,’। করদাতাদের ভীতি দূর করার আহ্বান : এ আলোচনা সভায় অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ কর আদায়ের প্রক্রিয়া নিয়ে বলেন, ‘করদাতাদের মনে কোনো ভীতি তৈরি করা যাবে না। তাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’ তিনি আরো বলেন, ‘বিদেশি বিনিয়োগ বাড়ানোর আশা কম থাকলেও অভ্যন্তরীণ রাজস্ব বাড়াতে হবে।’ ড. আহমেদ পরোক্ষ করের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে কর ফাঁকি রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, ‘কষ্ট দিয়ে কারও কাছ থেকে রাজস্ব আদায় করা উচিত নয়, বরং সঠিক নিয়ম মেনে আদায় করতে হবে।’