রেস অ্যাসেট ম্যানেজমেন্ট

ট্রাস্ট্রি বিজিআইসির কার্যক্রম

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজারের সদস্যভুক্ত শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট এবং তাদের পরিচালিত মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট্রি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) একই ব্যক্তির নির্দেশনায় পরিচালিত হচ্ছে। এর নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ রেস ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসান ইমাম। তাকে এ কাজে সহযোগিতা করছেন তারই প্রতিষ্ঠিত বিভিন্ন কোম্পানির শীর্ষ পদে থাকে তিন ব্যক্তি। ওই তিন ব্যক্তিই আবার রেস অ্যাসেট ম্যানেজমেন্টের ট্রাস্ট্রি প্রতিষ্ঠান বিজিআইসির মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ধরনের কর্মকাণ্ড সিকিউরিটিজ আইন লঙ্ঘন বলে মনে করছেন বিনিয়োগকারী ও সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টদের মতে, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বা তার সহযোগী প্রতিষ্ঠান বা ট্রাস্টি প্রতিষ্ঠান যদি এক বা একাধিক ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রণাধীন থাকলে, সেখানে অনৈতিক কর্মকাণ্ড ঘটানোর সুযোগ সৃষ্টি হয়। বিশেষ করে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অর্থ নয়ছয় করার বড় সুযোগ থাকে। এ ধরনের কর্মকাণ্ড মিউচুয়াল ফান্ড খাতকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মিউচুয়াল ফান্ড খাতের স্বচ্ছতা বাড়াতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) আরো কঠোর হতে হবে। এরই মধ্যে রেস অ্যাসেট ম্যানেজমেন্টের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে সাধারণ বিনিয়োগকারীরা, যাতে তাদের বিনিয়োগ না হারাতে হয়। সাধারণ বিনিয়োগকারীদের মতে, এখনই কঠোর ব্যবস্থা নেয়া না হলে পিকে হালদারের মালিকানাধীন পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের মতো হতে পারে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি।