ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সারা দেশে টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় শুরু

সারা দেশে টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় শুরু

গতকাল রোববার থেকে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে এ কার্যক্রমের মাধ্যমে দেশের এক কোটি পরিবারকে কম মূল্যে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল দেয়া হবে। গত শনিবার টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলার টিসিবির ডিলারদের নির্দিষ্ট দোকান বা স্থায়ী স্থাপনা থেকে পণ্য সংগ্রহ করা যাবে। ভোক্তারা ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল এবং ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল ক্রয় করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্দিষ্ট তারিখ ও সময়ে এই কার্যক্রম পরিচালিত হবে।

কার্ডধারী ভোক্তারা নির্ধারিত ডিলারদের কাছ থেকে এই পণ্যগুলো ক্রয় করতে পারবেন, যা বাজারের তুলনায় অনেক কম দামে বিক্রি করা হবে। এই উদ্যোগটি মূলত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে নেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত