ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়ছে

বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়ছে

দেশের শেয়ারবাজারে অব্যাহত দরপতন বিনিয়োগকারীদের হতাশা বাড়িয়ে তুলেছে। প্রতিদিনই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমছে, ফলে বিনিয়োগকারীদের লোকসান বাড়ছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার প্রবণতা ছিল উল্লেখযোগ্য। এতে বাজারের মূল মূল্যসূচক এবং লেনদেনের পরিমাণ দুটোই কমেছে। ডিএসইর বাজার পর্যালোচনা অনুযায়ী, গতকাল মঙ্গলবার দিনভর ১৮২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, যেখানে মাত্র ১৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। লেনদেনের শুরুতে কিছু শেয়ারের দাম বাড়লেও দুপুরের পর থেকে বাজারের চিত্র বদলে যায় এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম নিম্নমুখী হয়। দিনের শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৬৮১ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইতে সব খাত মিলিয়ে ৬৩৪ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের তুলনায় ৩৩ কোটি ৯৯ লাখ টাকা কম। অন্য শেয়ারবাজার সিএসইতেও একই ধরনের দরপতন দেখা গেছে, যেখানে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বিরাজ করছে। বিনিয়োগকারী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রতিদিন আশা করি বাজার ভালো হবে, কিন্তু প্রতিদিনই দরপতন হচ্ছে। আমার বিনিয়োগের প্রায় অর্ধেক এরই মধ্যে হারিয়ে গেছে। এমন অবস্থায় ঘুমানোও কঠিন হয়ে পড়েছে।’ আরেক বিনিয়োগকারী মিজানুর রহমান বলেন, ‘বাজারে হতাশা এতটাই বেড়েছে যে, মাঝে মাঝে মনে হয় লোকসানে শেয়ার বিক্রি করে দিয়ে বাজার ছেড়ে চলে যাবো। কিন্তু এত বড় লোকসানে শেয়ার বিক্রি করা সম্ভব হচ্ছে না।’ লেনদেনে শীর্ষ অবস্থানে থাকা প্রতিষ্ঠানের মধ্যে সোনালী আঁশ ছিল সবার ওপরে, যার মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৮৬ লাখ টাকা। দ্বিতীয় স্থানে ছিল লিন্ডে বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে ছিল সি পার্ল বিচ রিসোর্ট। এ ছাড়া ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওরিয়ন ইনফিউশন, এনআরবি ব্যাংক এবং গ্রামীণফোনের মতো প্রতিষ্ঠানের শেয়ারও শীর্ষ দশের মধ্যে ছিল। বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের এই অব্যাহত দরপতন বিনিয়োগকারীদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলছে, যার ফলে অনেকেই লোকসান গুনতে বাধ্য হচ্ছেন। বাজারের এই পতন থামাতে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মত দেন তারা। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৪১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেয়া ২২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৪টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৯১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫ কোটি ৮৩ লাখ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত