আশুলিয়ায় দুই কারখানার শ্রমিকদের সংঘর্ষে নারী শ্রমিক নিহত, আহত ২০
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ সংঘর্ষে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। নিহত রোকেয়া বেগম মাসকট গার্মেন্টস লিমিটেডের সহকারী অপারেটর হিসেবে কাজ করতেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, মাসকট গার্মেন্টসের শ্রমিকরা তাদের দাবি আদায়ে কাজ বন্ধ রেখে কারখানার বাইরে বিক্ষোভ শুরু করেন। একই সময় পার্শ্ববর্তী রেডিয়্যান্ট গার্মেন্টসের শ্রমিকরাও কাজ বন্ধ করে আন্দোলনে যোগ দেয়ার চেষ্টা করেন। বিক্ষোভের সময় মাসকট গার্মেন্টসের শ্রমিকরা রেডিয়্যান্ট গার্মেন্টসের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে, যা দ্রুত সহিংসতায় রূপ নেয়। সংঘর্ষের সময় ইটের আঘাতে রোকেয়া বেগম গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে অন্তত ২০ জন শ্রমিককে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম জানান, সকাল পৌনে ৯টার দিকে মাসকট ও রেডিয়্যান্ট গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি বলেন, ‘সংঘর্ষে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন এবং আরো ২০ জন শ্রমিক আহত হয়েছেন। নিহতের মরদেহ জিরাবোর স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে।’ সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে শিল্প পুলিশসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে, তবে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, আশুলিয়া অঞ্চলে প্রায়ই শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ঘটনা ঘটে, বিশেষ করে বেতন-ভাতা, কাজের পরিবেশ ও অন্যান্য সুবিধাসংক্রান্ত দাবি-দাওয়া নিয়ে। এ ধরনের সংঘর্ষে শ্রমিকদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটছে, যা দেশের তৈরি পোশাক খাতের স্থিতিশীলতা এবং উৎপাদনশীলতায় নেতিবাচক প্রভাব ফেলে।