সূচক বাড়লেও কমেছে লেনদেন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গত কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় গতকাল বুধবারও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। বাজারটিতে দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় রয়েছে প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠান। এরপরও বেড়েছে মূল্যসূচক। কমেছে লেনদেনের পরিমাণ। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরপরও ডিএসইর মতো এ বাজারটিতেও মূল্যসূচক বেড়েছে। আর কমেছে লেনদেনের পরিমাণ। দুই বাজারেই মূল্যসূচক ঊর্ধ্বমুখী রাখতে মূখ্য ভূমিকা রেখেছে বড় মূলধনের প্রতিষ্ঠান। বেশিরভাগ বড় মূলধনের প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় সূচক বেড়েছে। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় একপর্যায়ে ডিএসইর প্রধান সূচক ৩২ পয়েন্ট বেড়ে যায়। তবে লেনদেনের শেষদিকে দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। ফলে বড় হয় দাম কমার তালিকা। অবশ্য এর মধ্যেও দাম বাড়ার ধারা অব্যাহত বড় মূলধনের প্রতিষ্ঠানগুলোর। ফলে দ্বিগুণ প্রতিষ্ঠানের দাম কমার পরও সূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়েছে।