সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, গতিশীলতা অনায়ন, সেবার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের কার্যকারীতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি অফিসসমূহে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ বা এপিএ চালু করা হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, নীতি ও কৌশলকে বিবেচনায় রেখে এপিএ চুক্তি সম্পন্ন করা হয়ে থাকে। বর্তমানে ২৬,০০০ অফিস এপিএ বাস্তবায়ন করছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো শুদ্ধাচার কর্মপরিকল্পনা অনুযায়ী ত্রৈমাসিক ভিত্তিতে এ সভা আয়োজন করে থাকে। অংশীজনের মতবিনিময় সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান জনাব মো. আনোয়ার হোসেন। এ ছাড়াও ইপিবির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধি এবং টেক্সটাইল ও নন- টেক্সটাইল অংশীজনের ৪০ জন অংশীজনেরা এ সভায় অংশগ্রহণ করেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সব নাগরিক সেবা, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে অবহিতকরণ এবং প্রতিষ্ঠানের দক্ষতা, দায়বদ্ধতা, গতিশীলতা, সেবার মানোন্নয়ন, প্রতিষ্ঠানের কার্যকরিতা বৃদ্ধি ও অংশীজনের মূল্যবান মতামত/সুপারিশ পর্যালোচনার উদ্দেশ্যে এ সভা আয়োজন করা হয়। রপ্তানি সংশ্লিষ্ট বিভিন্ন এসোসিয়েশনের প্রতিনিধি রপ্তানি প্রবৃদ্ধি এবং ইপিবির সেবা সর্ম্পকে মূল্যবান মতামত প্রদান করেন। এর পর রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান জনাব মো. আনোয়ার হোসেন বলেন ইপবির প্রায় সব নাগরিক সেবা অনলাইনের মাধ্যমে দেয়া হচ্ছে। কিছু সেবা পাইলোটিং আকারে চালু রয়েছে যা দ্রুত সময়ে লাইভে চালু করা হবে। এ ছাড়াও তিনি উল্লেখ করেন সর্বনিম্ন time, cost I vsit এর মাধ্যমে সব সেবা অনলাইনের মাধ্যমে প্রদান করার বিষয়ে সেবার প্রসেস সহজীকরণ এবং Business Process Engineering কাজ করা হচ্ছে। তিনি সব অংশীজনকে রপ্তানি প্রবৃদ্ধি এবং ইপিবির সেবার মানোন্নয়ন বিষয়ে কোনো মূল্যবান পরমর্শ থাকলে তা প্রস্তাব আকারে প্রেরণ করার জন্য বিশেষ অনুরোধ জানান।