দেশে চলমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আবারো নীতি সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ থেকে ৯ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে, যা আগামীকাল ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
গতকাল মঙ্গলবার, বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট (এমপিডি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৫ আগস্ট অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির পঞ্চম সভায় মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে না আসা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক নীতিমালা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনাকে আরো কার্যকর করার জন্য স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) সুদহার ১০ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১১ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে, নীতি সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) সুদহার ৭ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো এক নির্দেশনায় দেশের সব তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই পরিবর্তনের বিষয়ে জানানো হয়েছে।
সম্প্রতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন যে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার আবারো বাড়াবে।
চলতি সপ্তাহে এই বৃদ্ধি কার্যকর করা হবে এবং আগামী মাসে আরো কিছুটা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। তার বক্তব্য অনুযায়ী, মূল্যস্ফীতি এবং বিনিময় হার স্থিতিশীল করতে বাংলাদেশ ব্যাংক অব্যাহতভাবে কাজ করছে। উল্লেখ্য, এর আগে গত ২৫ আগস্ট, নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।
বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মূল্যস্ফীতির চাপ কমাতে বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।