ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চলতি সপ্তাহে ৯ ব্যাংকের তারল্য সংকট কমার আশা

চলতি সপ্তাহে ৯ ব্যাংকের তারল্য সংকট কমার আশা

বেসরকারি খাতের ৯টি বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবে ঘাটতির পরিমাণ ১৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়, এসব ব্যাংকের প্রিন্সিপাল হিসাবে অর্থের পরিমাণ প্রতিদিন পরিবর্তিত হয়, ফলে নির্দিষ্ট ব্যাংকভিত্তিক তথ্য প্রদান করা সম্ভব নয়। তবে সমন্বিতভাবে এই ব্যাংকগুলোর ঘাটতি প্রায় ১৮ হাজার কোটি টাকার কাছাকাছি। তারল্যসংকটে ভুগতে থাকা ব্যাংকগুলোর মধ্যে পাঁচটি ব্যাংক এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গ্যারান্টি চুক্তি করেছে। চুক্তির আওতায় এই ব্যাংকগুলো তুলনামূলক ভালো অবস্থায় থাকা ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে ঋণ নিতে পারবে। অন্যদিকে, এক্সিম ব্যাংক ও ইসলামী ব্যাংক গ্যারান্টি চুক্তির জন্য আবেদন করলেও এখনো কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়নি। পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক এখন পর্যন্ত কোনো আবেদন করেনি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো কী পরিমাণ তারল্যসহায়তা পাবে, তা কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্ধারণ করা হবে। তবে বাংলাদেশ ব্যাংক সরাসরি অর্থ প্রদান না করে আন্তব্যাংক মুদ্রাবাজারের মাধ্যমে ঋণ প্রদানের ব্যবস্থা করছে। এর ফলে বাজার থেকে একটি ব্যাংকের অর্থ আরেকটি ব্যাংকে প্রবাহিত হবে, যা সরাসরি মূল্যস্ফীতির ওপর বাড়তি প্রভাব ফেলবে না। মুদ্রাবাজারে তারল্য সংকটের ফলে দুর্বল ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির ওপর নির্ভর করে ঋণ গ্রহণের সুযোগ পাবে। এতে করে ব্যাংকিং খাতে তারল্যসংকট কমবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত