ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান হলেন মোখলেসুর রহমান

এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান হলেন মোখলেসুর রহমান

এসবিএসি ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান। গতকাল সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৮৬তম সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান করা হয়। মোখলেসুর রহমান এসবিএসি ব্যাংকের অন্যতম একজন উদ্যোক্তা পরিচালক। এর আগে তিনি ব্যাংকের ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। মোখলেসুর রহমান দেশের একজন সফল শিল্পোদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী। তিনি খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান ‘বিঅ্যান্ডটি গ্রুপ’র প্রতিষ্ঠাতা। তার দূরদর্শী নেতৃত্বে কনটেক কনস্ট্রাকশন লিমিটেড, বিঅ্যান্ডটি নিটওয়্যার, বিঅ্যান্ডটি ক্যাবলস্, বিঅ্যান্ডটি কোল্ড স্টোরেজ, বিঅ্যান্ডটি ডেভেলপমেন্ট, বিঅ্যান্ডটি মিটার, বিঅ্যান্ডটি ট্রান্সফর্মারস, স্মার্ট মিটার, প্রি-স্ট্রেসড পোলস, নেক্সাস সিকিউরিটিজ লিমিটেড, তুষার সিরামিকস লিমিটেড, পিএমজে অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, বিডি গেম স্টুডিও লিমিটেড প্রভৃতি প্রতিষ্ঠান গড়ে উঠে।

উল্লেখ্য, এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান পদে আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের মেয়াদান্তে মোখলেসুর রহমান স্থলাভিষিক্ত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত