ভারতে ব্যবসা সম্প্রসারণে অ্যাপলের নতুন উদ্যোগ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি অ্যাপল ভারতের বাজারে আরো বিস্তৃত হতে চলেছে। নতুন চারটি বিক্রয়কেন্দ্র খোলার পাশাপাশি তারা ভারতে উৎপাদিত আইফোনও বাজারজাত করবে। এত দিন ভারতের কারখানায় আইফোন শুধু সংযোজিত হতো, কিন্তু এবার পূর্ণাঙ্গভাবে ফোনের উৎপাদন প্রক্রিয়াও শুরু হচ্ছে। এর মাধ্যমে ভারতের বাজারে অ্যাপলের কার্যক্রম আরো শক্তিশালী হবে। ভারতের ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে অ্যাপল এই নতুন উদ্যোগ নিয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইফোন ১৬ এবং আইফোন ১৬ ম্যাক্স প্রো খুব শিগগিরই ভারতের বাজারে আসছে, এবং এগুলো ভারতের স্থানীয় কারখানায় উৎপাদিত হবে। উৎসবের মৌসুমের আগেই এই ফোনগুলো বাজারে পাওয়া যাবে।