কক্সবাজারে প্লাস্টিক ব্যবস্থাপনা নিয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কক্সবাজারে অনুষ্ঠিত হলো প্লাস্টিক ব্যবহারের টেকসই ব্যবস্থাপনা নিয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী পর্ব। ইউনিডো ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের আয়োজিত এই প্রতিযোগিতায় কক্সবাজার মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন এবং বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি রানার আপ হয়। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় ১৬টি স্কুল দল অংশ নেয়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশের ওপর এর প্রভাব, এবং টেকসই সমাধান নিয়ে তাদের জ্ঞান ও দক্ষতা প্রদর্শন করে। কক্সবাজারের জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের চিন্তাশীল অবদানের জন্য প্রশংসা করেন এবং যোগ করেন, ‘এই শিক্ষার্থীদের দেখানো আবেগ এবং প্রতিশ্রুতি আমাদের ভবিষ্যতের জন্য আশা দেয়। বিষয় নিয়ে বিতর্ক করে তারা আমাদের পরিবেশ সংরক্ষণের দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।’ কক্সবাজারসদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরীপ্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ে তরুণদের সম্পৃক্ত করার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, তরুণপ্রাণকে সক্রিয়ভাবে এই ধরনের সমালোচনামূলক বিষয়গুলির সাথে জড়িত দেখতে পারাটা উৎসাহব্যঞ্জক এবং আমি বিশ্বাস করি যে তারা আমাদেরকে একটি স্বাস্থ্যকর ও নির্মল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী প্রকল পরিচালক কাজী সুমন। তিনি বিতর্কের মাধ্যমে যে কোনো সমস্যার বিশ্লেষণে শিক্ষার্থীদের জড়িত করার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিডো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাকি উজ জামান, যিনি তরুণদের পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।