ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পরিবেশ ব্যবস্থাপনায় আইএসও প্রশিক্ষণ শুরু

ব্রিটিশ স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের উদ্যোগ
পরিবেশ ব্যবস্থাপনায় আইএসও প্রশিক্ষণ শুরু

ব্রিটিশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন (বিএসআই) এর স্ট্যান্ডার্ডস পার্টনারশিপ ইনিশিয়েটিভের আওতায় এবং কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এর অর্থায়নে রাজধানীতে পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে আইএসও ১৪০০১: ২০১৫ এর উপর পাঁচ দিনব্যাপী লিড অডিটর প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গতকাল সোমবার ঢাকায় একটি হোটেলে (এ্যামাজন লিলি) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম। তিনি অনুষ্ঠানে পরিবেশ ব্যবস্থাপনা সনদের গুরুত্ব তুলে ধরেন এবং এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশনের (বিএসআই) স্ট্যান্ডার্ড পার্টনারশিপ ইনিশিয়েটিভের পরিচালক মোহাম্মদ শোহায়েব। তিনি পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক মানের প্রতি গুরুত্বারোপ করেন এবং এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান আরো সচেতন হয়ে উঠবে বলে জানান। প্রশিক্ষণে বিএসটিআই, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে ২১ জন অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকৌশলী শৈবাল গুপ্ত এবং ইঞ্জি. সৈয়দ আনোয়ার হোসেন। এই প্রশিক্ষণ কোর্সটি অংশগ্রহণকারীদের পরিবেশ ব্যবস্থাপনা সনদ অর্জনে সহায়তা করবে এবং দেশের পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত