দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ইপিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশস্থ বিদেশি দূতাবাসসমূহের কমার্শিয়াল কাউন্সেলরদের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) একটি মতবিনিময় সভার আয়োজন করেছে। গতকাল ৭ অক্টোবর ইপিবির ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ইপিবি আসন্ন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৫ উপলক্ষে গৃহীত নানা পদক্ষেপের পাশাপাশি বিদেশী অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাব তুলে ধরে। এতে মেলাকে আরো কার্যকর করতে বিভিন্ন পরামর্শ আহ্বান করা হয়। মেলায় অংশগ্রহণকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য ট্যারিফ ও কাস্টমস জটিলতা নিরসনের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়, যাতে তাদের অংশগ্রহণ সহজতর হয়। ইপিবির পক্ষ থেকে বিদেশি স্টলগুলোর জন্য আলাদা প্যাভিলিয়ন বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়। পাশাপাশি, রোটেশনের ভিত্তিতে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলোকে কান্ট্রি প্যাভিলিয়নে অংশগ্রহণের সুযোগ দেয়ার কথা বলা হয়। সভায় উপস্থিত কমার্শিয়াল কাউন্সেলররা বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার জন্য নতুন উদ্যোগ ও পরামর্শ তুলে ধরেন। তারা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশাপাশি ই২ই ভিত্তিক টেকনোলজিক্যাল ইনোভেশন প্রদর্শনী আয়োজনে বিশেষ জোর দেন।

এ ছাড়াও, বাংলাদেশের কোম্পানিগুলোকে ই-কমার্স প্ল্যাটফর্মে আরো সক্রিয় করার আহ্বান জানানো হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান কমার্শিয়াল কাউন্সেলরদের নিজ নিজ দেশের পণ্য চাহিদা এবং রপ্তানি প্রক্রিয়ায় কমপ্লায়েন্স ইস্যুগুলোর ব্যাপারে ইপিবিকে অবহিত করার অনুরোধ জানান। তিনি আরো বলেন, ইপিবি আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে আরো সমৃদ্ধ করার জন্য টিপিও (ট্রেড প্রমোশন অর্গানাইজেশন)-এর সাথে সম্পর্ক আরো সুদৃঢ় করতে কাজ করবে। উল্লেখ্য, এই মতবিনিময় সভাটি ইপিবি এবং বিদেশি দূতাবাসসমূহের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আসন্ন বাণিজ্য মেলার সাফল্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।