শ্রমিক বেতন পরিশোধে সুদবিহীন ঋণের দাবি বিজিএমইএ’র

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ৩৯টি তৈরি পোশাক কারখানার জন্য সুদবিহীন সহজ শর্তে ঋণ প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। গত সেপ্টেম্বর মাসে শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা এই কারখানাগুলোর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে এ ঋণ প্রয়োজন বলে জানিয়েছে সংগঠনটি। বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সম্প্রতি অর্থ উপদেষ্টার কাছে লেখা একটি চিঠিতে এই অনুরোধ জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, সাভার-আশুলিয়া এলাকার ৩৯টি কারখানা আর্থিক সংকটে রয়েছে এবং শ্রমিকদের বেতন সময়মতো পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। ফলে শ্রমিক অসন্তোষের কারণে ঝুঁকিতে থাকা এই প্রতিষ্ঠানগুলোর জন্য সুদবিহীন সহজ শর্তে ঋণ প্রদান অত্যন্ত জরুরি। চিঠির সঙ্গে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর একটি তালিকাও যুক্ত করে দেয়া হয়।

আর্থিক সংকটে থাকা কারখানাগুলোর পরিস্থিতি : বিজিএমইএ জানায়, গত সেপ্টেম্বর মাসে শ্রমিক অসন্তোষের কারণে সাভার-আশুলিয়া এলাকার এই ৩৯টি কারখানায় প্রায় ২০ দিন ধরে উৎপাদন বন্ধ ছিল। তবে উৎপাদন বন্ধ থাকলেও প্রতিষ্ঠানগুলোকে শ্রমিকদের বেতন ও স্থায়ী খরচ চালিয়ে যেতে হয়েছে। এই ৩৯টি কারখানায় মোট ৫৬ হাজার ৩৫১ জন শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন। সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা বাবদ এই প্রতিষ্ঠানগুলোকে ৫৮ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৬৪৭ টাকা পরিশোধ করতে হবে। চিঠিতে আরো উল্লেখ করা হয়, শ্রমিক অসন্তোষের কারণে এই প্রতিষ্ঠানগুলোর রপ্তানি আদেশ ঝুঁকির মধ্যে রয়েছে।