বাংলাদেশের জাহাজ নির্মাণ ও বন্দর অবকাঠামো উন্নয়নে ডেনিশ সহযোগিতা : বাংলাদেশের নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে গত বুধবার ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার। এ সময় ডেনমার্ক বাংলাদেশের বন্দর অবকাঠামো ও জাহাজ শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপন : সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মোলার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, ডেনমার্কের সরকার প্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নিতে ডেনমার্ক দৃঢ়প্রতিজ্ঞ।
উল্লেখ্য, বাংলাদেশ ও ডেনমার্কের সম্পর্ক ৫০ বছর অতিক্রম করেছে, যা দুই দেশের মধ্যে চমৎকার সহযোগিতার স্বাক্ষর বহন করে।