ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিইউএফএল’ এ আবারো শুরু হয়েছে সার উৎপাদন

সিইউএফএল’ এ আবারো শুরু হয়েছে সার উৎপাদন

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ আবারো সার উৎপাদন শুরু হয়েছে। দীর্ঘ আট মাসের বেশি সময় বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত সার কারখানাটি আবারো সচল হয়েছে। পুনরায় গতি ফিরতে শুরু করেছে কারখানাটিতে। সিইউএফএল সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর ৩ অক্টোবর গ্যাস সরবরাহ পায় সিইউএফএল। সিইউএফএলের উৎপাদন বিভাগীয় প্রধান উত্তম চৌধুরী বলেন, রোববার রাত থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। এর মধ্যে কোনো কারিগরি ত্রুটি আছে কী না সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। আশা করছি খুব দ্রুত আগের অবস্থায় ফিরে যেতে পারব। এদিকে, গত ১৩ অক্টোবর দিবাগত রাত পৌনে একটার দিকে ইউরিয়া উৎপাদন শুরু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত