ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি শুরু

ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি শুরু

সনাতন ধর্ম্বাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে আবারো শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এদিকে, পণ্য বাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে। অন্যদিকে, পণ্যবাহী বাংলাদেশি ট্রাকও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে যাচ্ছে। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর নাসিম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৯ অক্টোবর থেকে গত সোমবার পর্যন্ত টানা ছয় দিন ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ সকাল ১০টা থেকে আবারো শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত