মিডল্যান্ড ব্যাংক ও এপি ফিডের চুক্তি স্বাক্ষর

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকার গুলশানস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিগত ৬ অক্টোবরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক এবং এপি ফিড-এর মধ্যে আধুনিক অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এপি ফিড হল গবাদি পশু এবং হাঁস-মুরগির খামারের জন্য উচ্চণ্ডমানের পশু পুষ্টি পণ্যের একটি নেতৃস্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান। তাদের পণ্যের পরিসরে মুরগি, ব্রয়লার, লেয়ার, সোনালি এবং গবাদি পশু পালনের জন্য বিভিন্ন পোল্ট্রি ফিড ফর্মুলেশন রয়েছে, যাতে শস্য, প্রোটিন উৎস, ভিটামিন এবং খনিজ পদার্থের মিশ্রণ রয়েছে। মারুফ হায়দার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগ, মিডল্যান্ড ব্যাংক এবং মাসুদুল হাসান, স্বত্বাধিকারী, এ পি ফিড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উভয় সমঝোতা চুক্তির আওতায় এ পি ফিড তাদের প্রতিদিনের ব্যবসায়িক ব্যাংকিং এবং নগদ লেনদেন কার্যক্রম দেশব্যাপী পরিচালনার জন্য মিডল্যান্ড ব্যাংক এর আধুনিক অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন ‘মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)’ অ্যাপ্লিকেশন ব্যবহার করবে। মুহাম্মদ মাজিদুল হক পাটোয়ারী, এফআরএম, ভাইস প্রেসিডেন্ট, মিডল্যান্ড ব্যাংক এবং সহ উভয় সংস্থার অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।