প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়িয়েছে ২৭০০ ডলার
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববাজারে প্রথমবারের মতো দুই হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে স্বর্ণের দাম। গত শুক্রবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং মধ্যপ্রাচ্যের সংঘাত সম্পর্কে অনিশ্চয়তার কারণে আরও আর্থিক নীতি সহজীকরণ এবং নিরাপদ আশ্রয় চাহিদার প্রত্যাশার ফলে গত শুক্রবার প্রথমবারের মতো সোনার দাম ২৭০০ ডলার ছাড়িয়েছে। স্পট মার্কেটে আন্তর্জাতিক সময় ১১টা ৪৫ মিনিটে স্বর্ণের দাম প্রতি আউন্সের দাম হয়েছে ২৭০৯.৮১ ডলার থেকে ০.৬ শতাংশ বেড়ে ২৭১৪ ডলারে পৌঁছে, যা ইতিহাসে সর্বোচ্চ। এই সপ্তাহে এখন পর্যন্ত বুলিয়ন (স্বর্ণের বার) ২ শতাংশের বেশি লাভ করেছে। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ০.৭ শতাংশ ২৭২৫ ডলার হয়েছে।
স্টোনএক্সের বিশ্লেষক রোনা ও’কনেল বলেছেন, ‘বাজারগুলো ভূ-রাজনীতির দিকে তাকাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের রাতারাতি উন্নয়ন অনিশ্চয়তার শিখাকে উস্কে দিচ্ছে।’