বিএমসিসিআই রপ্তানি উন্নয়ন ব্যুরোর মতবিনিময়
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই)-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (নির্বাহী প্রধান) মো. আনোয়ার হোসেন-এর সাথে গতকাল মতবিনিময় সভায় মিলিত হয়। সভায় বাংলাদেশ ও মালেয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং মালেয়েশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দূরীকরণের লক্ষ্যে সম্ভাব্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়। প্রতিনিধিদল অবহিত করেন যে, বিএমসিসিআই দু-দেশের ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্যে ঘাটতি হ্রাসের উদ্দেশ্যে তারা কিছু কৌশলগত প্রস্তাব সুপারিশ করেন যার মধ্যে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধার জন্য দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (এফটিএ), শুল্ক ও অ-শুল্ক বাধা চিহিৃতকরণ, অবকাঠামো এবং সম্ভাব্য রপ্তানি খাতে বিনিয়োগ আকৃষ্টকরণ, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কার্যকর অংশগ্রহণ এবং কারিগরি সহযোগিতার বিষয় উল্লেখযোগ্য। প্রতিনিধিদল দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের জন্য উভয় দেশে অনুষ্ঠিত আইকনিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের প্রস্তাবসহ বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দু-দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে আশা করা যায়। উক্ত সভায় বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই)-এর সভাপতি জনাব সাব্বির খান-এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যানসহ ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।