আমিরাতে বাংলাদেশি প্রবাসী
‘আমিরাতে আইডি কার্ড’ করা বাধ্যতামূলক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বৈধ ‘আমিরাত আইডি কার্ড’ থাকতে হবে এমন নিয়ম করেছে সংযুক্ত আরব আমিরাত। যাদের কাছে এরই মধ্যে এই কার্ড আছে কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের সেটি নবায়ন করতে হবে। যদি নবায়ন না করা হয় তাহলে পড়তে হতে পারে আইনি ঝামেলায়। দেশটিতে কাজ করেন প্রায় ৭ লাখ বাংলাদেশি প্রবাসী। যা দেশটির বর্তমান মোট জনসংখ্যার বড় একটি অংশ। বাংলাদেশিরা এই আইডি কার্ড পাওয়া এবং নবায়নের জন্য আমিরাতের আইডেন্টেটি, সিটেজেনশিপ, কাস্টমস এবং পোর্ট সিকিউরিটি নির্বাহী কর্তৃপক্ষের (আইসিপি) ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অথবা চাইলে স্বীকৃত টাইপিং কেন্দ্রে গিয়েও নিজেদের এই আইডি কার্ড নবায়ন করার সুযোগ পাবেন তারা। কিছুক্ষেত্রে আবেদনকারীকে আইসিপির সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ডাটা প্রদান করতে হতে পারে। কার্ড ইস্যুর ফি (পাঁচ বছরের জন্য) হিসেবে দিতে হবে ১০০ দিরহাম (৩ হাজার ২৫০ টাকা)। সার্ভিস ফি বাবদ দিতে হবে ১৫০ দিরহাম (প্রায় পাঁচার হাজার টাকা) টাইপিং সেন্টারের ফি দিতে হবে ৩০ দিরহাম (৯৭৫ টাকা)।