রাজনৈতিক অস্থিরতায় শেয়ারবাজারে বড় দরপতন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দুই কার্যদিবসের ঊর্ধ্বমুখী ধারা থামিয়ে দেশের শেয়ারবাজারে আবারো বড় দরপতন হয়েছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, রাষ্ট্রপতি ইস্যুতে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার প্রভাবেই এই দরপতন ঘটেছে। গত পাঁচ কার্যদিবসের টানা দরপতনের পর গত সোমবার এবং মঙ্গলবার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভের পর নতুন অস্থিরতা শুরু হয়। এর ফলে গতকাল বুধবার শেয়ারবাজারে আবারো বড় দরপতনের দেখা মেলে। দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট কমে ৫,১৬৯ পয়েন্টে নেমে আসে। অন্যান্য সূচকগুলোর মধ্যেও উল্লেখযোগ্য পতন হয়, যেমন ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট কমে ১,৮৯২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ্ সূচক ১১ পয়েন্ট কমে ১,১৬২ পয়েন্টে দাঁড়ায়। লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে। আগের কার্যদিবসে যেখানে ৩৫৮ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছিল, গতকাল বুধবার তা কমে ৩২১ কোটি ৯৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের সুদের হার বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তার ফলে বাজারে তারল্য সংকট দেখা দিয়েছে, যা এই দরপতনের অন্যতম কারণ। তা ছাড়া রাষ্ট্রপতিকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতাও শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে সংশ্লিষ্টরা আশাবাদী, শেয়ারবাজারে এই মন্দাভাব দীর্ঘস্থায়ী হবে না। উপযুক্ত সংস্কার এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক অবস্থা ভালো হলে শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পারে।