ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাজার সিন্ডিকেট ভাঙতে বিকল্প কৃষিবাজার চালুর উদ্যোগ

বাজার সিন্ডিকেট ভাঙতে বিকল্প কৃষিবাজার চালুর উদ্যোগ

সরকার বাজার সিন্ডিকেটের প্রভাব কমাতে বিকল্প কৃষিবাজার চালুর চিন্তা করছে, যেখানে কৃষকরা সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। এই বিকল্প বাজার ব্যবস্থার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমিয়ে আনা সম্ভব হবে বলে সরকার আশা করছে।

টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রয় : টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) গতকাল থেকে ঢাকা মহানগরের ৫০টি এবং চট্টগ্রাম মহানগরের ২০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে। সরকার ১ কোটি পরিবার কার্ডধারীর মধ্যে মাসিকভিত্তিতে টিসিবির মাধ্যমে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে। এর পাশাপাশি সাধারণ ভোক্তাদের জন্যও এই ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে তেল, চাল ও ডাল বিক্রি শুরু হয়েছে। এতে করে নিম্ন আয়ের মানুষ পরিবার কার্ড ছাড়াও টিসিবির ট্রাক থেকে পণ্য কেনার সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল এবং অন্যান্য কর্মকর্তারা।

সিন্ডিকেটের প্রভাব কমাতে সরকার কাজ করছে : শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাজার সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের কারণে অনেক সময় পণ্যের দাম বৃদ্ধি পায়। তিনি জানান, সরকার সিন্ডিকেট ভাঙতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘমেয়াদে সম্ভাব্য সব উপায়ে কাজ করছে।

বাজার ব্যবস্থার বিকল্প ব্যবস্থা হিসেবে নতুন কৃষিবাজার চালুর উদ্যোগ নেয়া হচ্ছে, যেখানে কৃষকরা সরাসরি পণ্য বিক্রি করবেন। এর ফলে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং পণ্যের দামও নিয়ন্ত্রণে থাকবে। তিনি আরও বলেন, বড় শহর থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে সরকারের টাস্কফোর্স এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। এর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও সামাজিক ব্যবসার মাধ্যমে কৃষিপণ্য সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তাদেরও সরকার সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

সিন্ডিকেট ভাঙার প্রয়াসে কঠোর অবস্থান : বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, কেউ অতি মুনাফার উদ্দেশ্যে দাম বাড়ালে বা কৃত্রিম সংকট তৈরি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। তিনি জানান, সরকার আমদানি, উৎপাদন, পাইকারি এবং খুচরা পর্যায়ে সব ক্ষেত্রে নজর রাখছে, যাতে সিন্ডিকেটের প্রভাব কমানো যায় এবং বাজারের স্বাভাবিকতা বজায় থাকে।

টিসিবির পণ্য সরবরাহের নতুন উদ্যোগ : সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ দামের কারণে সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এরই অংশ হিসেবে টিসিবির মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, পাঁচ কেজি চাল এবং দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১০০ টাকা, প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা।

সাধারণ মানুষের প্রতিক্রিয়া : তেজগাঁওয়ের বেগুনবাড়িতে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রির উদ্বোধন অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। তাদের বেশির ভাগই নিম্ন আয়ের মানুষ। পণ্য কিনতে আসা গৃহকর্মী মায়া আক্তার জানান, কম দামে পণ্য পাওয়ায় কিছুটা উপকার হচ্ছে, তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকাটা কষ্টসাধ্য। তিনি বলেন, ‘সরকার বাজারে জিনিসপত্রের দাম কমালে আমাদের জন্য আরো বেশি উপকার হবে।’

সরকার বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং পণ্যের দাম স্থিতিশীল রাখতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বিকল্প কৃষিবাজার চালু করার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে আনার পাশাপাশি, সাধারণ মানুষের জন্য টিসিবির মতো উদ্যোগগুলোর মাধ্যমে সহজলভ্য ও ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহের বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত