ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সীতাকুণ্ডে চালু হলো ‘কৃষকের বাজার’

সরাসরি কৃষকদের কাছ থেকে কম দামে পণ্য কেনার সুযোগ

সরাসরি কৃষকদের কাছ থেকে কম দামে পণ্য কেনার সুযোগ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় স্বস্তি দিতে সীতাকুণ্ডে ‘কৃষকের বাজার’ চালু করেছে উপজেলা প্রশাসন। গত বুধবার পৌরসভা সংলগ্ন খালি মাঠে এই বাজারের উদ্বোধন করা হয়, যেখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে পারছেন, মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ ছাড়াই।

সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য : সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম জানান, ‘এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, কৃষকরা যেন তাদের উৎপাদিত সবজি ও অন্যান্য পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারেন। এ অঞ্চলে বিভিন্ন ধরনের সবজির চাষ হয়, এবং উপ সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের সাথে যোগাযোগ করে এই বাজার চালু করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য আমরা এই বাজারের আয়োজন করেছি। ক্রেতারা নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনতে পারবেন, যাতে বেশি মানুষের কাছে পণ্য পৌঁছানো যায়।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত