সৈয়দপুরে পাটের কৃত্রিম সংকটে মিল মালিকরা বিপাকে
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
নীলফামারীর সৈয়দপুরে পাটের দাম হঠাৎ করে বেড়ে মণপ্রতি ৩,৬০০ টাকায় দাঁড়িয়েছে, যা আগের মৌসুমে ছিল ২,২০০ টাকা। পাটের এই কৃত্রিম সংকটের কারণে ছয়টি পাটকল এখন বন্ধ হওয়ার উপক্রম। এর পেছনে মজুদদারদের কার্যকলাপ প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। স্থানীয় মিলমালিকদের দাবি, পরিবেশ রক্ষায় সরকার আগামী ১ নভেম্বর থেকে প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করতে যাচ্ছে। এই পরিস্থিতিতে এক শ্রেণির মজুদদার বেশি লাভের আশায় পাট মজুদ করছে। পোদ্দার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের মালিক রাজকুমার পোদ্দার জানান, পাটের সংকটের কারণে তাদের পাটকলের দৈনিক উৎপাদন কমে গেছে প্রায় ৬০%। ইকু জুট প্রসেসের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম বলেন, আগে মণপ্রতি ২,২০০ থেকে ২,৪০০ টাকায় পাট কিনলেও বর্তমানে তার দাম প্রায় ৩,৬০০ টাকা হয়ে গেছে, যা মিল চালাতে সমস্যার সৃষ্টি করছে। মিল মালিকরা জানান, এক কেজি কাঁচা পাট থেকে যে বস্তা তৈরি হয়, তা ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে উৎপাদন খরচ পড়ছে ১৪৫ টাকা, যা মিল মালিকদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সৈয়দপুর উপজেলা পাট পরিদর্শক মহিবুর রহমান জানান, পাট মজুদের খবর পেয়েছেন এবং এই ব্যাপারে ওপরের নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।