ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সুইজারল্যান্ড থেকে ১২৯৭ কোটি টাকার এলএনজি আমদানি

সুইজারল্যান্ড থেকে ১২৯৭ কোটি টাকার এলএনজি আমদানি

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় সুইজারল্যান্ডের টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এতে মোট ব্যয় হবে এক হাজার ২৯৭ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা। গত বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই আমদানির অনুমোদন দেয়া হয়। বৈঠকে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত ও খরচ বিশ্লেষণ : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসারে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি সংগ্রহের প্রস্তাব করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রথম কার্গোটি ৩-৪ নভেম্বর এবং দ্বিতীয় কার্গোটি ১০-১১ নভেম্বর সরবরাহের জন্য অনুমোদন দেয়া হয়েছে। প্রথম কার্গো আমদানিতে ব্যয় হবে ৬৫৭ কোটি ৬১ লাখ ১১ হাজার ৩৬০ টাকা, যা প্রতি এমএমবিটিইউ এলএনজি ১৩ দশমিক ৯৪০০ মার্কিন ডলারে আমদানির খরচ হিসেবে নির্ধারিত। দ্বিতীয় কার্গো আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৬৪০ কোটি ১৫ লাখ ৬৬ হাজার ৮০ টাকা, যার প্রতি এমএমবিটিইউ খরচ হবে ১৩ দশমিক ৫৭০০ মার্কিন ডলার।

দরপত্র প্রক্রিয়া এবং সরাসরি ক্রয়ের প্রয়োজনীয়তা : সরকারের পেট্রোবাংলা এলএনজি আমদানির জন্য ইতিপূর্বে চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করে। তবে, দরপ্রস্তাবে অংশগ্রহণ করে মাত্র দুটি প্রতিষ্ঠান, যার মধ্যে টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের প্রস্তাব ছিল সর্বনিম্ন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত