ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশে রাশিয়ার গম আমদানি বেড়েছে

বাংলাদেশে রাশিয়ার গম আমদানি বেড়েছে

বিশ্বের অন্যতম বৃহৎ গম উৎপাদনকারী দেশ রাশিয়া থেকে বাংলাদেশে গম আমদানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ৯ মাসে বাংলাদেশে ২৭ লাখ টন গম আমদানি হয়েছে, যা বাংলাদেশকে রাশিয়ার গমের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশের স্থানে উন্নীত করেছে। এ সময়ে মিসর প্রথম ও তুরস্ক দ্বিতীয় স্থানে অবস্থান করছে। রাশিয়ান কৃষি মন্ত্রণালয়ের কৃষি রপ্তানি বিভাগের তথ্য অনুসারে, ২০২৪ সালে বাংলাদেশে রাশিয়ার গমের চাহিদা গত বছরের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

গত বছর এ সময়ে বাংলাদেশ প্রায় ১৯ লাখ টন গম আমদানি করেছিল, যা এ বছরের তুলনায় প্রায় ৪২ শতাংশ কম। তবে, চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত গম আমদানির পরিমাণ কিছুটা কমেছে। রাশিয়ান গ্রেইন ইউনিয়নের তথ্য মতে, গত বছরের তুলনায় এ সময়ে গম আমদানি ১৬ দশমিক ৫ শতাংশ কমে প্রায় ১৩ লাখ ৪৩ হাজার টন হয়েছে। অন্যদিকে, চলতি বছর দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে ধান উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, পূর্ব ও উত্তরাঞ্চলে বন্যার ফলে প্রায় ১১ লাখ মেট্রিক টন ধান নষ্ট হয়েছে। এই অবস্থায় খাদ্য সংকট মোকাবিলায় সরকার ৫ লাখ মেট্রিক টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই বেসরকারি খাতকে চাল আমদানির অনুমতি দেয়া হবে। এভাবে রাশিয়ার গম আমদানি এবং চালের ঘাটতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ বাংলাদেশে খাদ্য সরবরাহ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত