ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ডিমের দাম ফেইসবুকে নির্ধারণ

সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস

সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস

ডিমের মূল্যবৃদ্ধির পেছনে মধ্যস্বত্বভোগীদের অনৈতিক চর্চা ও ফেইসবুকে দামের নির্ধারণের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই। গত রোববার ঢাকার কাপ্তান বাজার পরিদর্শন শেষে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান জানান, ডিম ও মুরগির বাজার নিয়ন্ত্রণ এবং সরবরাহ সঠিক রাখতে তাদের সংগঠন কাজ করছে। হাফিজুর রহমান বলেন, ‘বাজারে কারা কৃত্রিম সংকট সৃষ্টি করছে, এমন তথ্য আমাদের কাছে এসেছে। তারা ফেইসবুকে দাম নির্ধারণের মতো অপচেষ্টা চালাচ্ছে, যা প্রতিযোগিতা আইনের পরিপন্থি। আমরা তাদের তালিকা পেয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব বলে আশা করছি।’ পরিদর্শনকালে তিনি কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন। এ সময় ব্যবসায়ীদের সহযোগিতায় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন তিনি এবং কৃত্রিম সংকট তৈরি করলে তা এফবিসিসিআইকে জানাতে বলেন। এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খন্দকার রুহুল আমীন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধি, এবং অন্যান্য কর্মকর্তারা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত