ঢাকা ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বড় পতনে পুঁজিবাজার, ডিএসইর প্রধান সূচক ৪ বছরে সর্বনিম্নে

বড় পতনে পুঁজিবাজার, ডিএসইর প্রধান সূচক ৪ বছরে সর্বনিম্নে

সূচকের বড় পতনে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক নেমেছে প্রায় ৪ বছরের মধ্যে সর্বনিম্নে। গতকাল রোববার পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) : ডিএসইতে গতকাল কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪৯ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৬৫ দশমিক ৩৯ পয়েন্টে। যা গত সাড়ে ৪৭ মাস বা প্রায় ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের ২ ডিসেম্বর ডিএসইর প্রধান সূচক নেমেছিল ৪ হাজার ৯৩৪ দশমিক ৮৬ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪৮ দশমিক ১৮ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩৬ দশমিক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮৩০ দশমিক ৯৯ পয়েন্ট ও ১ হাজার ১০৭ দশমিক ৭২ পয়েন্টে। ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৩০৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০৬ কোটি ০১ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২ কোটি ২১ লাখ টাকা। এ ছাড়া গতকাল রোববার ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৯টি কোম্পানির, কমেছে ৩৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) : অন্যদিকে দেশের অন্য পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচকের মান। গতকাল রোববার সার্বিক সূচক সিএএসপিআই ২৯৫ দশমিক ৯৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৮০ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৬ দশমিক ৫৯ পয়েন্টে ও ৮ হাজার ৫২৫ দশমিক ১০ পয়েন্টে। আর সিএসআই সূচক ১৭ দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯০৯ দশমিক ০৩ পয়েন্টে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত