ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ব্যাংক খাতে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাংলাদেশ ব্যাংক
ব্যাংক খাতে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সাইবার আক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ থেকে পাঠানো একটি চিঠিতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই নির্দেশনা প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স (বিসিএসআই) এর নিয়মিত পর্যবেক্ষণ এবং বিশ্লেষণে দেশের কয়েকটি ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে বেআইনি লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেন ফেসবুক অ্যাড ম্যানেজার প্ল্যাটফর্ম ব্যবহার করে সংঘটিত হচ্ছে, যা সাধারণ গ্রাহকদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সক্রিয় সাইবার অপরাধীরা ব্যাংকের গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি করছে। বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে যে, বিশ্বব্যাপী সাইবার আক্রমণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং এর প্রভাব বাংলাদেশের ব্যাংক খাতেও পড়ছে। বিভিন্ন ব্যাংক প্রায়ই ম্যালওয়্যার আক্রমণের শিকার হচ্ছে। এ অবস্থায় সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত থাকতে কেন্দ্রীয় ব্যাংক জরুরিভিত্তিতে ১৭টি পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছে। এই সতর্কতামূলক পদক্ষেপগুলো ব্যাংকগুলোর সাইবার সুরক্ষা কার্যক্রম জোরদার করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত