ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রযুক্তি খাতে বাংলাদেশে বড় বিনিয়োগের ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রযুক্তি খাতে বাংলাদেশে বড় বিনিয়োগের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের তরুণদের মেধা ও পরিশ্রমের সাফল্যে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের আগ্রহ দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি-স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অগমেডিক্সের সফলতায় এই আস্থা আরো দৃঢ় হয়েছে। সম্প্রতি অগমেডিক্সের দেশীয় প্রধান রাশেদ মুজিব জানান, প্রতিষ্ঠানের এ সফলতার খবর যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। ফলে তারা এখন বাংলাদেশ নিয়ে আরও আশাবাদী।

সম্প্রতি প্রযুক্তিগত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অগমেডিক্স অধিগ্রহণ করেছে কমিউর নামের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। একীভূত হওয়ার পর কমিউর ও অগমেডিক্সের উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশ সফর করেন এবং স্থানীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এই সফর উপলক্ষে একটি সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়।

অগমেডিক্স গত ১০ বছরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। মাত্র ৬০ জন কর্মী দিয়ে শুরু করলেও বর্তমানে তাদের কর্মী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৩০০ জনে। কমিউরের প্রধান ব্যবসা কর্মকর্তা হর্শ সোলানকি বলেন, ‘অধিগ্রহণের পর কমিউর বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে।

আধুনিক এআই প্রযুক্তি সংযোজনের ফলে সেবাপ্রদান আরও সহজ ও উন্নত হয়েছে, যা যুক্তরাষ্ট্রের গ্রাহকদের আগ্রহ বাড়াতে সহায়ক হবে।’ রাশেদ মুজিব বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের এই ধারা দেশের আইসিটি খাতকে আরো শক্তিশালী করবে। বাংলাদেশের তরুণদের মেধা ও কর্মদক্ষতার প্রশংসা করে তিনি জানান, এই বিনিয়োগ আরও কর্মসংস্থান সৃষ্টি করবে। সংবাদ সম্মেলনে অগমেডিক্সের প্রতিষ্ঠাতা ও কমিউরের সিএসও ইয়ান শাকিলও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত