বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের যাত্রা শুরু

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশের ভ্রমণ, পর্যটন এবং আতিথেয়তা শিল্পের সঙ্গে সম্পৃক্ত পেশাদার ও চলমান ব্যবসাগুলোর একটি নেটওয়ার্ক তৈরির মাধ্যমে সবার মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি এবং এসব খাতের জন্য কল্যাণকর বিভিন্ন নীতিমালা প্রণয়নে সরকার এবং সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে পরামর্শ প্রদানের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল। গত শনিবার ঢাকা রিজেন্সি হোটেলে আয়োজিত এক সভায় নতুন এই সংগঠনটির উদ্বোধন ঘোষণা করা হয়। ঢাকা রিজেন্সি হোটেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহিদ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ, এয়ারলাইন, ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা সেক্টরের প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমকে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ঢাকা রিজেন্সি হোটেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহিদ হামিদ, এয়ার এস্ট্রের সিইও এমরান আসিফ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মুজিব ইউ আহমেদ, ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রুবিনা হোসেন, প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্সের সিইও সাখাওয়াত হোসেন, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলের পরিচালক (বিক্রয় ও বিপণন) রেজওয়ান মারুফ, ভ্রমণ বিষয়ক লেখক ফারুক এম আহমেদ, ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ বাসুদেব ভট্টাচার্য, সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দীন আহমেদ, দা বেঙ্গল ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন, জার্নি প্লাসের সিইও তৌফিক রহমান এবং ইউএস-বাংলা হলিডেজের মহাব্যবস্থাপক সৈয়দ গোলাম কাদির। নতুন সংগঠনটির বাইলজ প্রণয়নের জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। এই কমিটি ২৩ নভেম্বর ২০২৪ অনুষ্ঠিতব্য পরবর্তী সাধারণ সভায় বাইলজের একটি খসড়া উপস্থাপন করবে।