আইসিডিডিআরবি’র সঙ্গে ইবিএলের পার্টনারশিপ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আইসিডিডিআরবি’র সঙ্গে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পানির ঘাটতি দূরীকরণে নতুন দুটি কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে ইস্টার্ন ব্যাংক। গতকাল ৪ নভেম্বর ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন প্রকল্পগুলোতে সহায়তা হিসেবে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ৯২ লাখ টাকার দু’টি পে-অর্ডার আইইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদকে হস্তান্তর করেন। উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার সম্পাদিত পার্টনারশীপ চুক্তির ব্যাপারে বলেন, ‘ইস্টার্ন ব্যাংক প্রথাগত কর্পোরেট দায়বদ্ধতার সীমানার বাইরে গিয়ে কাজের ব্যাপারে বিশ্বাসী। জনস্বাস্থ্যের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ টেকসই পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত এজাতীয় উদ্যোগে সহায়তা করার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা সম্ভব। আমরা শুধুমাত্র কোনো একটি প্রকল্পেই বিনিয়োগ করছি না, বরং আমাদের এই বিনিয়োগ মানুষের ভবিষ্যতের জন্য’। আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদ এজাতীয় অনুভূতির প্রতিধ্বনি করে বলেন, ‘ইস্টার্ন ব্যাংকের কর্পোরেট পার্টনাররা এগিয়ে আসলে পরিবর্তনের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। বর্তমান উদ্যোগগুলো শুধুমাত্র চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি পরিশোধনের তাৎক্ষণিক ফলাফলেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে রেজিলিয়েন্স তৈরি হয়, সামাজিক ক্ষমতায়ন ঘটে এবং জলবায়ু ও স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই সমাধানের প্ল্যাটফর্ম সৃষ্টি হয়। আমরা উভয় মিলে এমন একটি ভবিষ্যৎ বিনির্মাণ করছি, যাকে প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ’।