শুরু হলো তিন দিনের মেডিকেল প্রদর্শনী ‘মেডএক্সপো ২০২৪’

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকত ডেস্ক

শুরু হলো তিন দিনের দশম স্বাস্থ্যসেবা ও মেডিকেল সরঞ্জাম প্রদর্শনী ‘মেডএক্সপো ২০২৪’। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীটির আয়োজন করেছে শীর্ষস্থানীয় কম্যুনিকেশন্স ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ট্রিউন গ্রুপ। গতকাল বুধবার সকালে মেডএক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক ড. একে আজাদ খান। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রিউন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং বাডাসের হাসপাতাল প্রকল্পের উপদেষ্টা ড. এমএ রশীদ, বেবেলের ব্যবস্থাপনা পরিচালক আরেফিন হোসেন, এপোলো হসপিটাল চেন্নাইয়ের ভাইস-প্রেসিডেন্ট জিতু জোশ, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এফএনবি পরিচালক অলিভিয়ার লরাক্স। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ডের শীর্ষস্থানীয় হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি প্রস্তুত ও সরবরাহকারী কোম্পানি প্রদর্শনীতে তাদের সর্বশেষ স্টেট অফ দ্য আর্ট পণ্য ও সেবা প্রদর্শন করছে। প্রদর্শনী চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবার ওপর বিশেষ মূল্যছাড় প্রদান করছে।