সূচকের উত্থানে ডিএসই ও সিএসই লেনদেন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার সূচকের ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে। লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং সকাল সাড়ে ১০টায় উভয় বাজারেই এই ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা যায়। ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, ডিএসইতে সকালে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে সূচক ৮ পয়েন্ট বেড়ে যায়।
১০টা ১০ মিনিটে সূচক আরো ৪ পয়েন্ট বেড়ে যায়। সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৫,৩৭২ পয়েন্টে পৌঁছায়। ডিএসই শরীয়াহ্ সূচকও ৭ পয়েন্ট বেড়ে ১,১৯৮ পয়েন্টে অবস্থান করে, তবে ডিএসই-৩০ সূচক সামান্য ২ পয়েন্ট কমে ১,৯৬৫ পয়েন্টে নেমে আসে। ডিএসইতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১০৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ের মধ্যে মোট ৯০টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ২১০টির কমেছে এবং ৬১টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল। সক্রিয় লেনদেনে শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইসলামী ব্যাংক, এসআইভিএল, ওরিয়ন ফার্মা, ব্রাক ব্যাংক, বিএসসি, কোহিনূর কেমিক্যাল, ফুওয়াং ফুড, বেস্ট হোল্ডিংস, লংকাবাংলা ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও অগ্নি সিস্টেম। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থান লক্ষ করা যায়। লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সিএসইর সিএএসপিআই সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ১৪,৯৩২ পয়েন্টে পৌঁছায়। এ সময় সিএসইতে মোট ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৬টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ২০টির কমেছে এবং ৩টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দুই প্রধান শেয়ারবাজারে সূচকের এই ঊর্ধ্বমুখী ধারা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।