ঢাকা ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

এপোলো হসপিটালস’র উদ্যোগে ঢাকায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার

এপোলো হসপিটালস’র উদ্যোগে ঢাকায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হচ্ছে তিনদিনব্যাপী স্বাস্থ্যসেবা ও মেডিক্যাল সরঞ্জাম প্রদর্শনী ‘মেডএক্সপো ২০২৪’। প্রদর্শনীর দ্বিতীয় দিনে আজ, ভারতের এপোলো হসপিটালস গ্রুপ এবং বাংলাদেশের হেলথ কানেক্ট যৌথভাবে একটি মেডিকেল সেমিনারের আয়োজন করে। দুটি সেশনে অনুষ্ঠিত সেমিনারের প্রথম সেশনে জয়েন্ট রিপ্লেসমেন্টে রোবটিক্সের ব্যবহার এবং অর্থোপেডিক্সে সাম্প্রতিক অগ্রগতি বিষয়ে আলোচনা করেন এপোলো হসপিটালস চেন্নাইয়ের অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট বিভাগের সিনিয়র কনসালটেন্ট ড. কর্নাড কোসিগান। দ্বিতীয় সেশনে ল্যাপারাস্কোপিক সার্জারির ক্ষেত্রে সর্বশেষ প্রযুক্তি ও অগ্রগতির ওপর বিশদ বক্তব্য রাখেন এপোলো হসপিটালস চেন্নাইয়ের গ্যাস্ট্রোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ড. জামিল আখতার।

উপস্থিত চিকিৎসকসহ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং উপস্থিত কয়েক জন রোগীকে ফ্রি পরামর্শও প্রদান করেন। মেডএক্সপা আজ শুক্রবার পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত