ঢাকা ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল নয়, চলছে স্মার্ট কার্ডে প্রক্রিয়া

৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল নয়, চলছে স্মার্ট কার্ডে প্রক্রিয়া

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মুখপাত্র হুমায়ুন কবির জানিয়েছেন, টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে ৪৩ লাখ কার্ড বাতিল করার খবর সঠিক নয়। তিনি বলেন, এসব কার্ড বাতিল করা হচ্ছে না; বরং স্মার্টকার্ডে রূপান্তর এবং তথ্য যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন। সংবাদ সম্মেলনের পর বিভিন্ন সংবাদমাধ্যমে ৪৩ লাখ কার্ড বাতিলের খবর প্রকাশিত হলে, প্রথম আলোকে হুমায়ুন কবির এর সঠিক ব্যাখ্যা দেন।

তিনি জানান, এরই মধ্যে এক কোটি পরিবারের জন্য ৫৭ লাখ কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করা হয়েছে। বাকি ৪৩ লাখ কার্ড স্মার্ট কার্ডে রূপান্তর প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এর মধ্যে যদি অনিয়ম ধরা পড়ে, তাহলে কার্ড বাতিল করা হতে পারে। হুমায়ুন কবির বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে বেশ কিছু অভিযোগ উঠে এসেছে, বিশেষত কিছু মানুষ একাধিক জায়গায় এই কার্ড ব্যবহার করছেন। এই সমস্যা দূর করতে ও ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে স্মার্ট কার্ড চালু করা হচ্ছে। স্মার্ট কার্ডে এক পরিবারে একজন সদস্যের বেশি কেউ পণ্য কিনতে পারবেন না।

টিসিবি জানিয়েছে, কার্ড হালনাগাদ করতে তথ্য আপডেটের জন্য স্থানীয় জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনকে চারবার চিঠি পাঠানো হয়েছে। এসব তথ্য না আসায় রূপান্তর প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। তবে তথ্য পাওয়ার পর ৪৩ লাখ কার্ড দ্রুত স্মার্ট কার্ডে রূপান্তরিত হবে বলে আশাবাদী টিসিবি। প্রতিদিন টিসিবির ট্রাক থেকে পণ্য ক্রয়ে দীর্ঘ অপেক্ষার প্রসঙ্গ উঠলে, হুমায়ুন কবির জানান, নির্দিষ্ট জায়গায় ৩৫০ জনের জন্য পণ্য বরাদ্দ থাকে এবং তদনুসারে ৩৫০টি টোকেন প্রদান করা হয়। অতিরিক্ত মানুষ এসে পণ্য না পেয়ে ফিরে গেলে, তাদের পরবর্তী দিনে আসতে বলা হয়।

সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির জানান, রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডধারীদের জন্য বিশেষ প্যাকেজ থাকবে। এই প্যাকেজে দুই কেজি মসুর ডাল, দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি, এক কেজি ছোলা এবং মহানগর এলাকায় এক কেজি খেজুর দেয়া হবে। তবে রোজায় পণ্য ট্রাকে বিক্রি চালু থাকবে কি না, তা নিশ্চিত নয়। এ ছাড়া, যেসব পরিবেশক অনিয়মে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত