প্রথম প্রজন্মের বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ায় ন্যাশনাল ব্যাংকের এক ঋণখেলাপিকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, নাসরিন জাহান শ্রাবণী, স্বামী- শেখ নুর মোহাম্মদ, স্বত্বাধিকারী-মেসার্স রাজধানী ড্রিংস্ক এ্যান্ড বেভারেজ কোম্পানি এবং গ্যারান্টর, মর্টগেজর এবং নাসরিন জাহান শ্রাবণীর স্বামী শেখ নুর মোহাম্মদ সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন, এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ন্যাশনাল ব্যাংক ঋণ গ্রহীতার কাছ থেকে খেলাপি অর্থ আদায়ের লক্ষ্যে গত ৭ ডিসেম্বর, ২০১২ ইং তারিখে ঢাকার অর্থ ঋণ আদালতে অর্থ ঋণ মোকদ্দমা নং-১৭/১২ তারিখ ১৯.০২.২০১২ (অর্থ জারি মামলা নং-১৬৫/১২ তারিখ ২৯.০১.২০১৩ ইং, টাকা-৩,৬৬,৭২৬/-) মামলাটি দায়ের করে। মামলায়, আদালত কোম্পানির স্বত্বাধিকারী নাসরিন জাহান শ্রাবণী ও গ্যারান্টর, মর্টগেজর ও নাসরিন জাহান শ্রাবণীর স্বামী- শেখ নুর মোহাম্মদ এর বিরুদ্ধে অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ এর অধীনে গত ২ নভেম্বর, ২০২৪ ইং তারিখে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর, ২০২৪ তারিখে উত্তরা (পূর্ব) থানা ও উত্তর খান থানা, ডিএমপি, ঢাকার যৌথ একটি দল নাসরিন জাহান শ্রাবণী (মেসার্স রাজধানী ড্রিংস্ক এ্যান্ড বেভারেজ কোম্পানির স্বত্বাধিকারী) ও স্বামী- শেখ নুর মোহাম্মদসহ উভয়কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।