বাংলাদেশে ইলেকট্রিক যানবাহনে বিনিয়োগে আগ্রহী চীন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রিতিবেদক
বাংলাদেশে ইলেট্রিকাল যানবাহন, ব্যাটারি উৎপাদনসহ পাওয়ার সেক্টরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন চীনা বিনিয়োগকারীরা। গত রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষর (বিডা) কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় চীনের বিনিয়োগকারীরা এ আগ্রহের কথা জানান। বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে মতবিনিময় সভা উপস্থিত ছিলেন বাংলাদেশের ন্যামস মোটরস লিমিটেডের চীনের ব্যবসায়ী প্রতিনিধিরা। সভায় চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি উৎপাদন কেন্দ্র, সোলার প্যানেল নির্মাণ কারখানা এবং স্যাটেলাইট সংযোগ স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন। ওয়েলবে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড এবং ‘বেইজিং হাইরুন হাওশেন টেকনোলজি লিমিটেড’র চেয়ারম্যান ওংটিক বেঞ্জামিন বলেন, বাংলাদেশ একটি বৃহৎ নির্ভরযোগ্য বাজার এবং এখান থেকে বহির্বিশ্বে রপ্তানি করো সহজ। বর্তমানে বাংলাদেশে প্রচুর ব্যাটারিচালিত গাড়ি চলছে, কিন্তু এ ব্যাটারিগুলোর অধিকাংশই প্রযুক্তিগত দিক থেকে উন্নত নয়। আগামী বিশ্বে ইলেট্রিকাল যানবাহনের পরিমাণ অনেক বৃদ্ধিপাবে সেকথা মাথায় রেখেই আমরা বাংলাদেশে যৌথ বিনিয়োগের মাধ্যমে উন্নত মানের লিথিয়াম ব্যাটারি উৎপাদন কেন্দ্র, বিদ্যুতের ঝামেলা দূর করার জন্য সোলার প্যানেল নির্মাণ কারখানা এবং উন্নত যোগাযোগের স্যাটেলাইট সংযোগ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।