ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ওপেক ফান্ড থেকে ৩৫ মিলিয়ন ডলার ঋণ পেল ইবিএল

ওপেক ফান্ড থেকে ৩৫ মিলিয়ন ডলার ঋণ পেল ইবিএল

দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার পাচ্ছে। ঋণের অর্থ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে অর্থায়ন, কৃষি ব্যবসার প্রসার, বাণিজ্য অর্থায়ন এবং সবুজ প্রকল্পগুলোকে সহায়তার মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে ব্যয় করা হবে। সম্প্রতি রাজধানী ঢাকায় ইস্টার্ন ব্যাংক ও ওপেক ফান্ডের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, ‘দেশের উন্নয়নে ইস্টার্ন ব্যাংক একটি গুরুত্বপূর্ণ অংশীদার। ওপেক ফান্ডের সঙ্গে আমাদের এই অংশীদারত্ব দেশের এসএমইগুলোকে আর্থিক সহায়তা দেয়া, খাদ্য সুরক্ষা নিশ্চিতকরণ, সবুজ প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু সংবেদনশীল এবং টেকসই বাংলাদেশ গঠনে অর্থপূর্ণ অবদান রাখবে।’ ওপেক ফান্ডের প্রেসিডেন্ট আব্দুল হামিদ আল খলিফা এ প্রসঙ্গে বলেন, ‘ইস্টার্ন ব্যাংকের সঙ্গে আমাদের অংশীদারত্ব খাদ্য সুরক্ষা সুদৃঢ়করণ, জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধিসহ সমগ্র দেশের মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে। এসএমইগুলোকে বিশেষ করে, নারী নেতৃত্বাধীন ব্যবসাকে সহায়তার মাধ্যমে স্থানীয় জনগণের ক্ষমতায়ন এবং অধিক অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গঠন আমাদের লক্ষ্য।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত