ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আকু বিল পরিশোধে রিজার্ভ ২০ বিলিয়নের নিচে

আকু বিল পরিশোধে রিজার্ভ ২০ বিলিয়নের নিচে

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চিতি বা রিজার্ভ ফের ২০ বিলিয়নের নিচে নেমে এসেছে। গত রোববার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের জন্য ১ দশমিক ৫০ বিলিয়ন ডলারের আকুর বিল পরিশোধ করা হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুসরণ করে বর্তমান রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক রিজার্ভের তিন ধরনের হিসাব সংরক্ষণ করে থাকে মোট রিজার্ভ, আইএমএফের নির্ধারিত হিসাব এবং ব্যবহারযোগ্য রিজার্ভ। সর্বশেষ আগস্টে আকুর ১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার পরিশোধের পর অক্টোবর মাসে আবারও এই অর্থ পরিশোধ করা হয়। এতে রিজার্ভ কিছুটা কমে আসলেও সাম্প্রতিক মাসগুলোর রেমিট্যান্স ও রপ্তানি আয় প্রবাহে রিজার্ভ কিছুটা স্থিতিশীল রয়েছে। আকু হলো জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক কমিশনের উদ্যোগে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত একটি সংস্থা, যার সদস্যরা প্রতি দুই মাস অন্তর নিজেদের মধ্যে আমদানি-রপ্তানির দায় সমন্বয় করে। বর্তমানে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা আকুর সদস্য, তবে রিজার্ভ সংকটের কারণে ২০২২ সালে শ্রীলঙ্কা আকু থেকে বেরিয়ে যায়। ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলার মজুত থাকার কারণে আমদানি এলসি খোলার চাপ কম থাকায় বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত ডলার ক্রয় করে রিজার্ভ বাড়ায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত