ঢাকা ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সরকারি কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক

সরকারি কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক

সরকার এখন ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল সরকারি কর্মচারীর জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। পাশাপাশি দেশের প্রতিটি আয়করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দেয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। গত কয়েক বছর ধরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইন রিটার্ন দাখিলের প্রক্রিয়াকে সহজ করার জন্য কাজ করছে। এরই ধারাবাহিকতায়, ২০২৪-২০২৫ করবর্ষের জন্য গত ৯ সেপ্টেম্বর এনবিআর অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম উন্মুক্ত করে। রিটার্ন দাখিলের ক্ষেত্রে ঝামেলা এড়ানোর জন্য এনবিআর জানিয়েছে, কোনো কাগজ জমা দেয়ার প্রয়োজন নেই।

করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে সহজেই নিজেদের রিটার্ন অনলাইনে জমা দিতে পারবেন। নিবন্ধনের জন্য করদাতার মোবাইল নম্বরটি নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে বায়োমেট্রিক নিবন্ধিত কি না, তা যাচাই করতে হবে। যাচাই করার জন্য ১৬০০১ নম্বরে ডায়াল করতে হবে।

মোবাইল নম্বরটি বায়োমেট্রিক নিবন্ধিত থাকলে রিটার্ন দাখিল করতে কোনো অসুবিধা হবে না। আয় ও সম্পদের বিপরীতে করের হিসাব স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে, করদাতাকে কোনো হিসাব করতে হবে না। এজন্য আগের বছরের ১ জুলাই থেকে পরের বছরের ৩০ জুন পর্যন্ত সময়ের ব্যাংক হিসাবের তথ্য, সুদের তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত