ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এবং আহ্ছানিয়া মিশন

ক্যান্সার ও জেনারেল হাসপাতাল এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এবং আহ্ছানিয়া মিশন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এবং আহ্ছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া। বাংলাদেশ কমার্স ব্যাংকের পক্ষে মোহাম্মদ জিয়াউল করিম ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) এবং আহ্ছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল পরিচালক (প্ল্যানিং, ডেভেলপমেন্ট অ্যান্ড মনিটরিং) কাজী শামীমা শারমিন হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান এবং আহ্ছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ড. একেএম শাহরিয়ার, ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপক এসকে মারুফ মোরশেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় আহ্ছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল এ বিসিবিএল-এর সকল নির্বাহী-কর্মকর্তা-কর্মচারীগণসহ পরিবারবর্গ এবং ব্যাংকের ক্রেডিট-ডেবিট কার্ডধারী গ্রাহকগণ বিভিন্ন ধরনের স্বাস্থ্য-পরীক্ষায় সর্বোচ্চ ৪০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা ভোগ করতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত