ঢাকা ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ইসলামী ব্যাংক কোম্পানি আইন ২০২৪ খসড়া বিষয়ে আইবিসিএফের সভা

ইসলামী ব্যাংক কোম্পানি আইন ২০২৪ খসড়া বিষয়ে আইবিসিএফের সভা

দেশের শরী’আহভিত্তিক ইসলামি ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর সভা গত ১০ নভেম্বর রোববার অনুষ্ঠিত হয়। আইবিসিএফ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে সভাপতিত্ব করেন। সভায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত ইসলামিক ব্যাংক কোম্পানি আইন ২০২৪ খসড়া ও সাম্প্রতিক তারুল্য সংকট নিরসনের উপায় নিয়ে বিশদ আলোচনা হয়। প্রস্তাবিত ইসলামিক ব্যাংক কোম্পানি আইন ২০২৪ বিষয়ে আইবিসিএফ-এর পক্ষ থেকে একটি সুচিন্তিত সুপারিশমালা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ, ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, আইবিসিএফ সেমিনার কমিটির আহ্বায়ক এ কে এম নূরুল ফজল বুলবুল, গ্লোবাল ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা, যমুনা ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান সরকার, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী এবং আইবিসিএফের সহকারী সচিব জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত