কারওয়ান বাজারে টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ সারি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কারওয়ান বাজারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকের সামনে গতকাল শনিবার ক্রেতাদের দীর্ঘ সারি দেখা যায়। অনেকে এক ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করছেন। সারিতে দাঁড়ানো মানুষের মধ্যে হট্টগোল। দেখা গেল, ট্রাকের পাশে দুজন ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হওয়ার উপক্রম। এ পরিস্থিতিতে বেচাকেনা কিছুক্ষণ বন্ধও থাকে। পণ্য কিনতে আসা মানুষের সঙ্গে কথা জানা গেল, অনেকেই সিরিয়াল ভেঙে পণ্য কিনছেন। এমনকি এক ব্যক্তি একাধিকবার পণ্য কিনছেন বলেও অভিযোগ। এর ফলে যারা অনেকক্ষণ ধরে সারিতে দাঁড়িয়ে আছেন, তাদের অনেকেই পণ্য পাবেন না। টিসিবির একেকটি ট্রাকে ৩৫০ জন মানুষের জন্য পণ্য থাকে। প্রথম ৩৫০ জনের পর যারা আসবেন, তারা স্বাভাবিকভাবেই পণ্য পাবেন না। কিন্তু তার মধ্যে অনিয়মের কারণে যারা আগে থেকে সারিতে দাঁড়িয়ে আছেন, তাদের অনেকেই পণ্য পাবেন না। সে কারণে এত হট্টগোল। কারওয়ান বাজারে নারী ও পুরুষের জন্য আলাদা সারি করা হয়েছে। নারীদের সারিতে বেশ কয়েকটি শিশুও দেখা গেল। হট্টগোলের কারণে পণ্য বিতরণে দেরি হওয়ায় নারী ও শিশুদের মধ্যে অসন্তোষ দেখা গেল।
তেজকুনিপাড়া থেকে আসা গৃহবধূ রেহানা বেগম বলেন, ঘরের কাজকর্ম ফেলে এতক্ষণ দাঁড়িয়ে থাকা সমস্যা। ট্রাক থেকে মাত্র ৩৫০ জনকে পণ্য দেয়া হচ্ছে, সংখ্যাটা অপ্রতুল বলেই মনে করেন তিনি। সংখ্যা বাড়ানো হলে এই সমস্যা কমত বলে মনে করেন তিনি। সেই সঙ্গে ট্রাকে আলু ও পেঁয়াজ দেওয়া হলে আরও ভালো হতো বলে তার মত। গতকাল সকালে রাজধানীর কারওয়ান বাজারে মেট্রো স্টেশনের পাশে টিসিবির ট্রাক থেকে তিনটি পণ্য বিক্রি হচ্ছে।