বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাতে তীব্র তারল্য সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ ব্যাংক এখন কল মানি মার্কেট ও কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভর করছে। এই পরিস্থিতিতে অনেকে ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছিলেন। তবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন যে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আর্থিক খাতের সাম্প্রতিক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গভর্নর জানান, ব্যাংক গ্রাহকদের স্বার্থ কেন্দ্রীয় ব্যাংকের কাছে সর্বাধিক গুরুত্ব পাবে। গভর্নর আরো বলেন যে, যেসব প্রতিষ্ঠান দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। ঢালাওভাবে কোনো কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে না। তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর কিছু ব্যাংক তাদের অবস্থান শক্তিশালী করছে।
এর মধ্যে বেসরকারি খাতের অন্যতম বড় ব্যাংক, ইসলামি ব্যাংক, পুনরুজ্জীবিত হচ্ছে। সংস্কার কার্যক্রমের অগ্রগতির উপর ভিত্তি করে ব্যাংকগুলোকে সহায়তা করা হচ্ছে, তবে ঢালাওভাবে তারল্য সহায়তা দেয়া হবে না। অন্যদিকে, ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির (আইবিবিএল) চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন যে, ২০১৭ সালের পর থেকে ৪৫টি অ্যাকাউন্টের মাধ্যমে বিতর্কিত শিল্পগ্রুপ এস আলম ইসলামি ব্যাংক থেকে ৮০ হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে।